ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইউরোপে শরণার্থীর ঢল নামানোর হুমকি দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইউরোপে শরণার্থীর ঢল নামানোর হুমকি দিলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলো সিরিয়ায় তুর্কির সামরিক অভিযানের বিরোধিতা করলে তিনি সীমান্ত খুলে দেবেন। এর মাধ্যমে তিনি ৩৬ লাখ সিরীয়কে প্রবেশের সুযোগ দিয়ে ইউরোপে শরণার্থীদের ঢল নামিয়ে দেবেন।

বৃহস্পতিবার দলের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

এরদোয়ান বলেন, ‘আমরা গেটগুলো খুলে দেব এবং ৩৬ লাখ শরণার্থীকে আপনাদের পথে পাঠিয়ে দেব।’

বুধবার সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) নিজেদের শত্রু মনে করে আঙ্কারা। তুরস্কের দাবি, সিরিয়ার শরণার্থীদের তাদের দেশে ফিরে যেতে সহায়তার জন্য একটি ‘নিরাপদ জোন’ প্রতিষ্ঠায় তারা এ অভিযান চালাচ্ছে।

এদিকে, বুধবার তুরস্ক জানিয়েছে, ‘অপারেশন পিস স্প্রিং’ নামের অভিযানে উত্তর সিরিয়ায় একদিনেই ১০৯ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়