ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রিপাবলিকানদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ১১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রিপাবলিকানদের

সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের আইনপ্রণেতারা। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

কংগ্রেস সদস্য লিজ চেনি বলেছেন, ‘আমাদের কুর্দি মিত্রদের ওপর নির্দয় হামলার জন্য তুরস্ককে অবশ্যই পরিণতি ভোগ করতে হবে।’

বুধবার সিরিয়ার উত্তর-পূর্ব সীমান্তে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পর তুরস্ক এ অভিযান শুরু করে। আঙ্কারার দাবি, সিরিয়ার শরণার্থীদের তাদের দেশে ফিরে যেতে সহায়তার জন্য একটি ‘নিরাপদ জোন’ প্রতিষ্ঠায় তারা এ অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, তুরস্কের হামলায় কুর্দি বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে। এছাড়া হামলার মুখে কয়েক লাখ বেসামরিক লোক ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের ২৯ জন রিপাবলিকান সদস্য তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব কংগ্রেসে উত্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন।

এক বিবৃতিতে লিজ চেনি বলেছেন,‘তুর্কি যদি মিত্রের মতো আচরণ চায় তাহলে তাদেরকেও তেমন আচরণ করতে হবে। আমাদের কুর্দি মিত্রদের ওপর হামলার জন্য অবশ্যই তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়