ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিবিসির ১০০ নারীর তালিকায় গ্রেটা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিবিসির ১০০ নারীর তালিকায় গ্রেটা

এ বছর বিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা ১০০ নারীর তালিকা তৈরি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এতে স্থান পেয়েছেন সুইডিশ বংশোদ্ভূত দুনিয়া কাঁপানো জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ।

বুধবার বিবিসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রতি বছরই এই তালিকা তৈরি করে বিবিসি। চলতি বছর এই তালিকায় গ্রেটা ছাড়াও জায়গা পেয়েছেন কাশ্মিরের মানবাধিকারকর্মী পারভীনা আহাঙ্গার, ইরানি অ্যাথলেট কিমিয়া আলিয়াজেদ। এছাড়া রয়েছেন এক রোহিঙ্গা নারীও।

জলবায়ু পরিবর্তনে বিভিন্ন দাবিতে ২০১৮ সালে সুইডেনের পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে পৃথিবীজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে বিশ্বের নানা প্রান্তে এই আন্দোলনে যোগ দেন।

গ্রেটা থানবার্গ এর কথা, ‘আমরা এক বিরাট দুর্যোগের সম্মুখীন, তাই এখন কী বলা যাবে বা যাবে না, এ নিয়ে না ভেবে স্পষ্ট করে কথা বলার সময় এসেছে।’


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়