ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ফেলেছেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের চিঠি ডাস্টবিনে ফেলেছেন এরদোয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লেখা চিঠি ডাস্টবিনে ফেলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর সেখানে কুর্দিদের বিরুদ্ধে অভিযানে নামার ঘোষণা দেয় তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর একটি চিঠি এরদোয়ানের কাছে লিখেছিলেন ট্রাম্প।

এতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘কঠোর হবেন না। বোকার মতো কাজ করবেন না।’

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আসুন একটি ভালো চুক্তির জন্য কাজ করি। আপনি হাজার হাজার লোককে হত্যার জন্য দায়ী হতে চাইবেন না এবং আমি তুর্কি অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী হতে চাই না।’

এরদোয়ানকে তিনি লিখেছেন, ‘আপনি যদি এটা সঠিক ও মানবিকভাবে করেন তাহলে ইতিহাস আপনার পক্ষে যাবে। যদি ভালো কিছু না হয় তাহলে এটি আপনাকে শয়তান হিসেবে দেখাবে।’

তুর্কি প্রেসিডেন্ট দপ্তরের সূত্র বলেছে, ‘প্রেসিডেন্ট এরদোয়ান চিঠিটি গ্রহণ করেছিলেন, এর বার্তা তিনি প্রত্যাখ্যান করেন এবং একে ডাস্টবিনে ফেলে দেন।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়