ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিলিতে বিক্ষোভ অব্যাহত থাকায় মেট্রোর ভাড়া বৃদ্ধি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৯, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিলিতে বিক্ষোভ অব্যাহত থাকায় মেট্রোর ভাড়া বৃদ্ধি স্থগিত

মেট্রোর টিকিটের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ শুরু হওয়ায় চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিয়েরা মেট্রোর ভাড়া বৃদ্ধি স্থগিত করেছেন।

জনসাধারণের শৃঙ্খলা, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে দেশটির রাষ্ট্রপতি চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা জারি করেন।

সরকার জরুরি অবস্থা ঘোষণা করার পরেও রাজধানী সান্তিয়াগোতে সৈন্য মোতায়েন করা হয়েছিল। তবে জরুরি অবস্থা থাকতেই বিক্ষোভকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছিলো।

মেট্রোর ভাড়া বৃদ্ধিতে সান্তিয়াগোর বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শহরজুড়ে বিক্ষোভ সমাবেশ করে। তারা আন্ডারগ্রাউন্ড স্টেশনে হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়। প্রায় এক হাজার পরিবহন ভাংচুর করে। এতে শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়।

লাতিন আমেরিকার অন্যতম স্থিতিশীল দেশে উচ্চতর জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ জনগণের অসন্তোষ প্রতিফলিত হওয়ায় বিক্ষোভ ব্যাপক আকারে ধারণ করেছে।

মেট্রোর টিকিটের মূল্য বৃদ্ধি করার পর থেকে গণমাধ্যমের বিভিন্ন ছবিতে দেখা গেছে, প্রতিবাদকারীরা পুলিশের গাড়িতে পাথর ছুড়ে মারছে। তাছাড়া তারা বাস পুড়িয়ে দিচ্ছে । তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও লাঠি চার্জ ব্যবহার করেছে।

পুলিশ জানিয়েছে, ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৫৬ জন পুলিশ আহত হয়েছে।

এছাড়া, বিক্ষোভের ফলে সাংস্কৃতিক এবং খেলাধুলার সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। দোকানগুলি বন্ধের ঘষণা দেয়া হয়েছে। আন্ডারগ্রাউন্ডের ১৩৬টি স্টেশনের মধ্যে ৪১টি স্টেশন  মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ায় দুই দিন মেট্রো চলাচল বন্ধ ছিল। 

সূত্র : বিবিসি


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়