ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কানাডায় জয় পেলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কানাডায় জয় পেলেন ট্রুডো

কানাডার জাতীয় নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে ট্রুডোর দল লিবারেল পার্টিকে।

সোমবার কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচনী ওয়েবসাইট ইলেকশন কানাডা জানিয়েছে, পার্লামেন্টের ৩৩৮ আসনের মধ্যে লিবারেল পার্টি পেয়েছে ১৫৬ আসন। প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২২টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭০টি আসনে জয় পাওয়ার প্রয়োজন ছিল ট্রুডোর দলের।

প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় ট্রুডোকে এখন একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে ছোটোখাটো বিরোধী দলের ওপর নির্ভর করতে হবে।

মঙ্গলবার প্রথম প্রহরে মন্ট্রিলে সমর্থকদের উদ্দেশে ট্রুডো বলেছেন, ‘আপনারা করতে সক্ষম হয়েছেন, আমার বন্ধুরা। অভিনন্দন।’

২০১৫ সালে ক্যারিশম্যাটিক ব্যক্তিত্বের অধিকারী ট্রুডো ক্ষমতায় আসেন ট্রুডো। নির্বাচনী প্রচারণার সময় প্রকাশিত ‘ব্ল্যাকফেস’ কেলেঙ্কারির কারণে জনপ্রিয়তায় ধ্বস নামে ট্রুডোর।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়