ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতিসংঘকে প্যারিস চুক্তি ত্যাগের সিদ্ধান্ত জানালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতিসংঘকে প্যারিস চুক্তি ত্যাগের সিদ্ধান্ত জানালো যুক্তরাষ্ট্র

জাতিসংঘকে জানানোর মধ্য দিয়ে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় লাগবে। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন এই এক বছর পূর্ণ হবে। চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর যুক্তরাষ্ট্রই হবে বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন হাউজ গ্যাস নির্গমনকারী দেশ।

২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তি মার্কিন জনগণের ওপর ‘অন্যায্য অর্থনৈতিক বোঝা’।

ফ্রান্স ও জাপান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে হতাশা ব্যক্ত করা হয়েছে।

২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই জলবায়ু চুক্তিটি সম্পন্ন হয়েছিল। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে যোগ দিতে চুক্তিতে স্বাক্ষর করেছিল ১৮৮টি দেশ। চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছিল।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়