ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানে ৫.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত চার জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৭০ জন।  স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরের পর এটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮। স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে আরদাবিল শহরের ৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এটি আঘাত হানে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কম্পনটি তুলনামুলকভাবে শক্তিশালী ছিল। মধ্যরাতের পর আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসে।

ইরানি সংবাদমাধ্যমগুলো হতাহতের বিস্তারিত বিবরণ এখনো জানায়নি। তবে দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, প্রায় দুই কোটি লোক কম্পন অনুভব করেছে। ভূকম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়