ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৯ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’

যুক্তরাষ্ট্রের ডেনভার এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বোম্ব’। বাংলাদেশ সময় শুক্রবার সকালে এটি আঘাত হানে।  এর গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটার।  খবর ইউএস টুডের।

খবরে বলা হয়েছে, নতুন বছরের উৎসবের প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তার মধ্যেই ‘বম্ব সাইক্লোন’-এর দাপটে থমকে রয়েছে গোটা দেশ।  অনেক  বিমানবন্দর বন্ধ রয়েছে।  ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। তুষারঝড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের।

প্রবল জেট স্ট্রিমে ভর করে পূর্ব অভিমুখে সরছে ঝড়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়ের প্রভাবে ঘণ্টায় ১০০ মাইলের বেশি গতিবেগে ঝড়ো বাতাস বইতে পারে।  যা হারিকেনের গতির চেয়েও বেশি। হারিকেনের গতি হয় ঘণ্টায় ৭৪ মাইল।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়