ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৩০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড

দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের প্রেসিডেন্ট দেসি বোতার্সকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।  ১৯৮২ সালে অভ্যুত্থানের পর বিরোধী দলের ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়ায় শুক্রবার তাকে এ দণ্ড দেওয়া হয়।

বিরোধী দলগুলো প্রেসিডেন্ট দেসি বোতার্সের পদত্যাগ দাবি করেছে।

শুক্রবার আদালত যখন দণ্ড ঘোষণা করছিল তখন চীন সফরে ছিলেন বোতার্স। কিউবা সফর বাদ দিয়ে শনি কিংবা রোববার তার সুরিনামে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন বোতার্সের দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট র‌্যামন আব্রাহাম।

১৯৮০ সালে সামরিক সরকারের প্রধান হন বোতার্স। পরবর্তীতে বেসামরিক সরকার প্রতিষ্ঠা হলেও ২০১০ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি। পাঁচ বছর পর জাতীয় নির্বাচনে পুনরায় জয়ী হন তিনি।

আদালতের রায়ে বলা হয়েছে, বোতার্সের আওতাধীন সেনারা সরকারের সমালোচক শীর্ষ ১৬ জনকে অপহরণ করা হয়। এদের মধ্যে আইনজীবী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন। রাজধানী পারামারিবোতে ঔপনিবেশিক আমলে নির্মিত একটি দুর্গে ১৫ জনকে হত্যা করা হয়। বেঁচে যাওয়া একজন ছিলেন শ্রমিক নেতা এবং তিনি পরবর্তীতে বোতার্সের বিরুদ্ধে সাক্ষ্য দেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়