ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউজিল্যান্ডে আগ্নেগিরির অগ্নুৎপাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে আগ্নেগিরির অগ্নুৎপাতে নিহত ৫

নিউজিল্যান্ডে একটি আগ্নেগিরির অগ্নুৎপাতে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজনের আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, লাভা উদগীরণের আগে হতাহতরা দেশটির মূলভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হোয়াইট আইল্যান্ডের ওই আগ্নেয়গিরির আশপাশে হাঁটছিলেন। 

পুলিশ ঘটনার পর ২৩ জনকে উদ্ধার করেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশকে সহায়তা করতে ঘটনাস্থলের আশপাশে সেনাবাহিনী পৌঁছেছে।

পুলিশ কর্মকর্তা জন টিমস সংবাদ সম্মেলনে বলেছেন, ঝুঁকির কারণে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ওই দ্বীপে যেতে পারছে না।

ঘটনার পর ১০০ এবং পরে ৫০ জন দ্বীপে থাকার কথা পুলিশ বললেও সবশেষ ডেপুটি পুলিশ কমিশনার জন টিমস বলেন, দ্বীপটিতে কতজন আছেন, তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় এবং বিদেশি পর্যটকরা সেখানে থাকতে পারেন।

দ্বীপের নামেই পরিচিত হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরি নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয়গুলোর একটি একটি এবং ছোট দ্বীপটি ব্যক্তিমালিকানাধীন। দেশটির স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে এই অগ্নুৎপাত শুরু হয়।

আগ্নেয়গিরি অগ্নুৎপাত শুরু হওয়ার কিছুক্ষণ আগে দ্বীপ থেকে বের হয়ে নৌকায় উঠেছিলেন এমন একজন পর্যটক মাইকেল শেড বিবিসিকে বলেন, ‘আমরা মাত্র নৌকায় উঠেছি, তখনই কেউ একজন উদগিরণের ব্যাপারটা দেখালো, আমরা দেখে খুবই মর্মাহত হই। আমরা নৌকা ঘুরিয়ে পাড় থেকে কয়েকজনকে তুলে নিয়ে এসেছি।’

এই পর্যটক ‍উদগীরণের ভিডিও করেন।

ব্রাজিলের আরেক পর্যটক আলেকজান্দ্রো কাউফম্যান বলেন, ‘আমরা অল্পের জন্য উদগীরণের কবল থেকে বেঁচে গেছি, মাত্র পাঁচ মিনিট আগে সেখান থেকে বের হয়ে গিয়েছিলাম। যারা ওই আগ্নেয়গিরি থেকে দূরে সরে যেতে পারেনি, তাদের অনেকেই খুবই মারাত্মকভাবে আগুনে পুড়ে গেছে।’

আগ্নেয়গিরির বাইরের নিচু এলাকায় টিভির সরাসরি সম্প্রচারে কয়েকজনকে দেখা গেলেও পরে ঘন ধোঁয়ায় তাদের ভাগ্য আর জানা যায়নি।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আর্ডেন বলেছেন, আগ্নেয়গিরি আশপাশে দেশ-বিদেশের পর্যটকরা ছিলেন।

তিনি বলেন, ‘আমি জানি, যারা সেখানে সেসময়ে দ্বীপে ছিলেন, তাদের স্বজনরা অত্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন। আমি তাদের আশ্বস্ত করছি যে, পুলিশ সম্ভাব্য সব কিছুই করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে, তবে আগ্নেয়গিরি থেকে উড়ে আসা ছাইয়ের কারণে দ্বীপের ভেতরে দিকটায় এবং আগ্নেয়গিরি আশপাশে যেতে সমস্যা হচ্ছে।’


ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়