ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আসামে বিক্ষোভ গুলি, নিহত ২

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আসামে বিক্ষোভ গুলি, নিহত ২

ভারতের আসামের গুয়াহাটিতে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে মিছিলে গুলি চালিয়েছে পুলিশ।

এতে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ওই দুই বিক্ষোভকারী গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন। পরে সেখানেই তাদের মৃত্যু হয়েছে।

এদিকে, গুয়াহাটির লালুংগাঁও এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে গুলি চালায় পুলিশ। এ ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার রাতে ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যে কারফিউ জারি করা হয়।

এ বিলের প্রতিবাদে আসামের অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বিক্ষোভের ডাক দেয়।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়