ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিজেপি আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে: মোদি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজেপি আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে: মোদি

‘আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিজেপি, সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে’, দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে জে পি নাড্ডার অভিষেক মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, নাড্ডাজির নেতৃত্বে দলের আরো অগ্রগতি হবে’। সোমবার বিজেপি সভাপতি পদে অমিত শাহের স্থলাভিষিক্ত হন জে পি নাড্ডা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নরেন্দ্র মোদি বলেন, ‘নাড্ডাজি পুরনো বন্ধু…নাড্ডাজি দলের হয়ে ভালো কাজ করছেন। ওনার দক্ষতায় দল আরো এগোবে। নাড্ডাজির নেতৃত্বে বিজেপি এগোবে। বিজেপি আগামী দিনে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নাড্ডাজির নেতৃত্বে বিজেপি নতুন দিশা পাবে। ওনার নেতৃত্বে নতুনভাবে এগোবে দল’।

এর আগে টুইটারে জে পি নাড্ডাকে শুভেচ্ছা জানিয়ে মোদি লিখেছেন, ‘নাড্ডাজিকে অনেক শুভেচ্ছা। উনি একজন অনুগত কর্মী। দল গড়ার কাজে বছরের পর বছর ধরে নিয়োজিত উনি। ওনার নম্র স্বভাব সম্পর্কে সবাই অবগত। আমি নিশ্চিত, ওনার নেতৃত্বে দল এক অন্য উচ্চতায় পৌঁছাবে’।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়