ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাংলাদেশে ১ কন্টেইনার প্লাস্টিক বর্জ্য পাঠাচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে ১ কন্টেইনার প্লাস্টিক বর্জ্য পাঠাচ্ছে মালয়েশিয়া

বাংলাদেশে এক কন্টেইনার প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া। মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন এ তথ্য জানিয়েছে।

দেশটির পরিবেশমন্ত্রী ইয়ো বি ইন সোমবার জানিয়েছেন, মূলত ১৩টি দেশ থেকে অবৈধভাবে আমদানি হওয়া ৩ হাজার ৭৩৭ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য ফেরত পাঠানো হয়েছে। ১৫০ কন্টেইনারে করে এসব বর্জ্য পাঠানো হয়েছে।

তিনি জানান, এর মধ্যে ফ্রান্সে ৪৩ কন্টেইনার, যুক্তরাজ্যে ৪২, যুক্তরাষ্ট্রে ১৭, কানাডায় ১১ , স্পেনে ১০, হংকংয়ে ৯, জাপানে ৫, সিঙ্গাপুরে ১, পর্তুগালে ১, চীনে ৩, বাংলাদেশে ১, শ্রীলংকায় ১ ও লিথুনিয়ায় ১ কন্টেইনার বর্জ্য ফেরত পাঠানো হয়েছে।

২০১৮ সাল থেকে চীন প্লাস্টিক পণ্য বর্জ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই এসব বর্জ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পাঠানো হতো। তবে এসব দেশও বর্জ্য আমদানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইয়ো বি ইন জানান, মালয়েশিয়ার তিনটি বন্দরে এখনো ১১০ কনটেইনার প্লাস্টিক বর্জ্য তাদের উৎস দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রেরই রয়েছে ৬০ কন্টেইনার বর্জ্য।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়