ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছে ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছে ইসরায়েলিরা

প্রথমবারের মতো সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছে ইসরায়েলিরা। রোববার তেল আবিবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী আরিহি দিরি জানান, দুটি ক্ষেত্রে ইসরায়েলিদের সৌদি আরব যাওয়ার অনুমতি দেওয়া হবে। এর মধ্যে একটি হচ্ছে, হজ পালনের জন্য এবং দ্বিতীয়টি বিনিয়োগ আলোচনা তথা ব্যবসার জন্য।

বিবৃতিতে তিনি জানিয়েছেন, সৌদি সফরের জন্য ইসরায়েলিদের আমন্ত্রণপত্র এবং রিয়াদের অনুমতিপত্র লাগবে।

মধ্যপ্রাচ্যে মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে। তবে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এখন অঞ্চলটির অন্যান্য দেশগুলোর সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে ইসরায়েল।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়