ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাংলাদেশ দিবস উদযাপন দিয়েই শেষ হচ্ছে কলকাতা বইমেলা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ দিবস উদযাপন দিয়েই শেষ হচ্ছে কলকাতা বইমেলা

‘বাংলাদেশ দিবস’ উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলার পর্দা নামছে আজ রোববার।

জানুয়ারি মাসের শেষ বুধবার কলকাতা বইমেলা শুরুর নিয়ম থাকলেও সরস্বতী পূজার কারণে একদিন আগেই (২৮ জানুয়ারি) পর্দা উঠেছিল এই মেলার। এইদিন সন্ধ্যা সাতটায় বইমেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই থেকেই জমজমাট ছিল কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠ। আজ শেষ হয়ে যাচ্ছে সব।

এবারের ৪৪ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম ছিল রাশিয়া। রাশিয়ার স্টলের পাশাপাশি বইপ্রেমীদের নজর কাড়ে বাংলাদেশের স্টল। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবার ছিল বাংলাদেশ প্যাভিলিয়নের মূল বৈশিষ্ট্য। যা কলকাতার বইপ্রেমীদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

মেলার শুরুতে বৃষ্টির জন্য বইপ্রেমীদের কিছুটা অসুবিধা হলেও গোটা মেলায় আর সেভাবে হানা দেয়নি প্রাকৃতিক দুর্যোগ।

এবারের বইমেলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকীও বিশেষভাবে উদযাপন করা হয়।

মেলা কর্তৃপক্ষের খবর, রোববার প্রথা মেনেই রাত ৯টায় ঘণ্টা বাজিয়ে শেষ হবে চলতি বছরের মেলা। সেই সঙ্গে ঘোষণা হবে আগামী বছরের অর্থাৎ ৪৫ তম আন্তর্জাতিক বইমেলার থিম।

আরো গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, কলকাতা আন্তর্জাতিক বইমেলা-২০২১ বঙ্গবন্ধুকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


ঢাকা/শাহ মতিন টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়