ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পদত্যাগ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদত্যাগ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ

পদত্যাগ করেছেন ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। বৃহস্পতিবার রাজস্ব বিভাগের মুখ্য সচিব রিশি সুনাককে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, জাভিদকে তার সহযোগীদের বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী জনসন। জবাবে সাজিদ জানিয়েছেন, ‘কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী’ এ ধরনের শর্ত মানতে পারেন না।

জাভিদের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন একটি সূত্র বলেছেন, জাভিদকে,‘প্রধানমন্ত্রী তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। তাদের স্থানে প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ উপদেষ্টাদের নিয়োগ দিতে বলেছিলেন যাতে সবাই মিলে একটি টিম গঠন করা যায়। চ্যান্সেলর জানিয়েছেন, কোনো আত্মমর্যাদা সম্পন্ন মন্ত্রী সেসব শর্ত মানতে পারেন না।’

অবশ্য গুজব রয়েছে, প্রধানমন্ত্রী জনসনের জ্যেষ্ঠ উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে তিক্ত সম্পর্কের জের ধরেই পদত্যাগ করতে হয়েছে সাজিদকে।

মাত্র সাত মাস আগে কনিষ্ঠ গৃহায়ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রিশি সুনাককে সম্প্রতি মুখ্য রাজস্ব সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সুনাককেই অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন জনসন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়