ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে তুষারধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে তুষারধসে নিহত ২১

আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে তুষারধসে দুই পরিবারের ২১ জন নিহত হয়েছে।

শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, এ দুর্ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন। ৫০টিরও বেশি ঘর ধ্বংস হয়েছে।

তিনি আরো জানান, ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। ঠাণ্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

আফগানিস্তানের শীতের মৌসুমে ভারী তুষারপাত, তুষারধস ও আকস্মিক বন্যা দেখা দেয়। গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।

শীত শুরু হওয়ার পর থেকে আকস্মিক বন্যায় দেশটির ২ হাজার ৪০০ বাড়ি ভেসে গেছে।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়