ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাগর থেকে ৫০ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাগর থেকে ৫০ রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার

মিয়ানমার উপকূল থেকে প্রায় ৫০ জন রোহিঙ্গা মুসলমানকে আটক করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কোথা থেকে এসব রোহিঙ্গা নৌযাত্রা শুরু করেছিল তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে তাদের গন্তব্য মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার দিকে ছিল।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে গত কয়েক বছর ধরে হাজার হাজার রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছে।

স্থানীয় গ্রাম প্রশাসক মিন্ট থেইন টেলিফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার বিকেলে সাগর থেকে ৪৮ রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুকে নিয়ে এসেছে। তাদের সঙ্গে পাঁচ মানবপাচারকারীও ছিল।

এএফপির এক সাংবাদিক শুক্রবার সকালে পাথেইন শহরতলীর পুলিশ স্টেশনে রোহিঙ্গাদের একটি দলকে আনতে দেখেছেন।

মিন্ট থেইন বলেন, ‘পাথেইন কর্তৃপক্ষ এরপর কী করবে তা আমরা জানি না।’

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়