ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ঘুমন্ত ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঘুমন্ত ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের কাবুলে উন্মুক্ত স্থানে ঘুমিয়ে থাকা ৯ মাদকসেবীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

শনিবার রাতে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, ‘রাজধানীর কুরো পর্বতের পাদদেশে গোলাগুলিতে ৯ জন নিহত হয়েছে।’

তবে, হত্যাকারীর পরিচয় কিংবা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছুই জানতে পারেনি দেশটির প্রশাসন। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে আফগানিস্তান পুলিশ।

নিহতরা রাতে উন্মুক্ত স্থানে ঘুমিয়েছিল। ফরেনসিক পরীক্ষায় ঘুমানোর আগে তাদের মাদক সেবনের প্রমাণ মিলেছে।

দেশটির কর্তৃপক্ষ মাদক ব্যবসায় নিয়ন্ত্রণের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ইতিবাচক ফল মেলেনি। বিশ্বে সবচেয়ে বেশি আফিম উত্পাদিত হয় আফগানিস্তানে।

দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে প্রায় ২৫ লাখ মাদকসেবী রয়েছে। তাদের বেশিরভাগই হিরোইনে আসক্ত। যা আফিম থেকে তৈরি হয়। প্রায় ২০ হাজার মাদকসেবী গৃহহীন। যাদের অর্ধেক কাবুলে অবস্থান করে। আফগানিস্তানে এটা বর্তমানে ভয়াবহ সামাজিক সমস্যা।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়