ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিমানবন্দর থেকে ব্রিটিশ এমপিকে ফেরত পাঠাল ভারত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানবন্দর থেকে ব্রিটিশ এমপিকে ফেরত পাঠাল ভারত

দিল্লি বিমানবন্দর থেকে বাইরে বের হতে দেয়া হলোনা ব্রিটিশ সাংসদ ডেব্বি আব্রাহামকে। ই-ভিসা বাতিলের কারণ দেখিয়ে তাকে ফের ব্রিটেন ফেরত পাঠাতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করিয়ে রাখা হয় ডিপোর্ট রুমে।

সোমবার সকালে এমন অভিযোগ তুলে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের দ্বারস্থ হন ডেব্বি আব্রাহাম। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কোনো প্রতিক্রিয়া জানাননি।

সোমবার ভারতীয় সংবাদমাধ‌্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীর প্রসঙ্গে ভারত সরকারের নীতির সমালোচক এই ব্রিটিশ সাংসদের এহেন হেনস্থা খানিকটা বিশ্বমঞ্চে বার্তা প্রদান। ইতিমধ্যে, মিউনিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানকে পাশে নিতে অস্বীকার করেছে। রিপাব্লিকান সেনেটরের তোলা সেই প্রস্তাব মুখের ওপর খারিজ করেন তিনি। তুরস্কের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়েছে নয়াদিল্লি। এমনকি, রাষ্ট্রসংঘের মহাসচিবের মধ্যস্থতায় কাশ্মীর সমস্যার সমাধানে আপত্তি আছে ভারতের। এমন বার্তাও গিয়েছে আন্তর্জাতিক মহলে। এবার কাশ্মীর প্রশ্নে ভারত সরকারের সমালোচক ডেব্বি আব্রাহামের ই-ভিসা বাতিল করে তাকে ভারতে ঢুকতে না দিয়ে ফেরত পাঠানো হলো।

আনন্দবাজার জানিয়েছে, ডেব্বি আব্রাহাম ব্রিটেনের বিরোধী লেবার দলের সংসদ সদস্য, যিনি কাশ্মীর বিষয়ক ব্রিটিশ সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি। কাশ্মীর প্রসঙ্গে বরাবরই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব তিনি। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপের পর প্রতিবাদপত্রও লিখেছিলেন তিনি।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়