ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফের আশরাফ গনি আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের আশরাফ গনি আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত

আবারও আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন আশরাফ গনি। নির্বাচনের পাঁচ মাস পর মঙ্গলবার এ ফল প্রকাশ করা হলো।

আফগান ইনডিপেনডেন্ট ইলেকশন কমিশনে জানিয়েছে, নির্বাচনে আশরাফ গনি পেয়েছেন ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট।

ঘানির প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বরের নির্বাচনে ব্যাপক কারচুরি, বায়োমেট্রিক যন্ত্রে সমস্যা, হামলা ও অনিয়মের ঘটনা ঘটেছে। ডা. আব্দুল্লাহ আব্দুল্লাহ ভোট পুনঃগণনার দাবি জানালে শেষ পর্যন্ত তা মেনে নেয় নির্বাচন কমিশন।

এর আগে ২০১৪ সালের নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ তোলা হয়েছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উদ্যোগে আশরাফ গনি ও ডা. আব্দুল্লাহ জোট সরকার গঠন করেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়