ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্যামসাংয়ের ফোন কারখানায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্যামসাংয়ের ফোন কারখানায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত

বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের মোবাইল ফোন কারখানায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর পরপরই দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমির ওই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার স্যামসাং কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা ভবনের যে তলায় ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তি কাজ করতো সেটি ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘আক্রান্ত কর্মীটির সংস্পর্শে যেসব সহকর্মী এসেছিলেন তাদেরকে কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে এবং তারা সংক্রমিত হয়েছেন কিনা জানতে পরীক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

স্যামস্যাং স্মার্টফোনের মোট উৎপাদনের ক্ষুদ্র একটি অংশ গুমির কারখানাটি থেকে উৎপাদিত হয়। এখানে উৎপাদিত অধিকাংশ ফোনই দেশের অভ্যন্তরে বাজারজাত করা হয়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়