ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনাভাইরাস : চীনে মৃত বেড়ে ২৫৯২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস : চীনে মৃত বেড়ে ২৫৯২

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েই চলেছে। আরো দেড়শ মানুষের মৃত্যু হয়েছে রোববার।

এ নিয়ে সে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২ জনে।

রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে চীনের বাইরে ব্যাপকভাবে এ ভাইরাস ছড়িয়ে পড়ছে দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে।

চীন থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ২৮টি দেশে। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে।

সোমবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, করোনাভাইরাসে আরো ১৫০ জনের মৃত্যু ও ৪০৯ জন আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৯৮ জনই হুবেই প্রদেশের।

চীনা কর্মকর্তারা সে দেশে এ পর্যন্ত মোট ৭৭ হাজার ১৫০ জন আক্রান্ত এবং ২৫৯২ জনের মৃত্যু খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে হুবেইতেই ৬৪ হাজার ২৮৭ জন আক্রান্ত এবং ২ হাজার ৪৯৫ জন মারা গেছে।  

 

ঢাকা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়