ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের অনুমতি

আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগ তদন্তের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বৃহস্পতিবার এক আপিল আবেদনে এ রায় দিয়েছে আদালত।

প্রায় দুই দশক ধরে চলা আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র, তালেবান ও আফগান সরকার যুদ্ধাপরাধ করেছে দাবি করে গত বছরের এপ্রিলে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারে অভিযোগ তদন্তের আবেদন করেন আদালতের কৌঁসুলি ফাতাও বেনসুদা। আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেছিল।

এর কারণ হিসেবে বিচারকরা বলেছিলেন, কাবুল ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ‘প্রধান দেশগুলোর’ সহযোগিতার অভাবে বিচার করা সম্ভব হবে না। এতে ‘বিচারের স্বার্থ লঙ্ঘিত’ হবে।

যুক্তরাষ্ট্র আইসিসির সনদে স্বাক্ষরকারী দেশ নয়। একইসঙ্গে আমেরিকান নাগরিকদের ওপর আইসিসির কর্তৃত্ব স্বীকার করে না  ওয়াশিংটন। এই মামলার সূত্র ধরে গত বছর আইসিসির কয়েক জন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল ট্রাম্প প্রশাসন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়