ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানে নারীদের মিছিলে ইসলামপন্থিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে নারীদের মিছিলে ইসলামপন্থিদের হামলা

পাকিস্তানে বিশ্ব নারী দিবসের মিছিলে হামলা চালিয়েছে দেশটির ইসলামপন্থিরা।

রোববার (৮ মার্চ) ইসলামাবাদে মিছিলে ইট, পাথর, জুতা ও লাঠি নিক্ষেপ করে হামলার ঘটনা ঘটেছে।

দেশটির জেলা ডেপুটি কমিশনার হামজা শাফকাত বলেন, রেড মসজিদ ব্রিগেডসহ স্থানীয় বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর শত শত পুরুষ ও নারীরা নারী দিবসের মিছিলের স্থানের বিপরীত দিকে পাল্টা মিছিল বের করে।

পুলিশ কর্মকর্তা মাঝহার নিয়াজি বলেন, ইসলামপন্থিরা কর্ডন ভেঙে নারী দিবসের মিছিলে হামলা চালাতে চেষ্টা করে। তবে সেই হামলা পুলিশ ঠেকিয়েছেন। এতে কেউ আহত হয় নি।

তবে নারী দিবসের মিছিলের আম্মার রাশিদ নামে এক আয়োজক বলেন, অনেকে ইট ও পাথরের আঘাতে আহত হয়েছেন।

সূত্র : রয়টার্স


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়