ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রান্সে করোনাভাইরাসে ৯১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ১৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে করোনাভাইরাসে ৯১ জনের মৃত্যু

ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৯১ এ পৌঁছেছে। শনিবার দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জেরম স্যালোমন এ তথ্য জানিয়েছেন।

এদিকে শনিবার দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় রেঁস্তোরা ও ক্যাফেসহ অত্যাবশ্যক নয় এমন জনসমাগমপূর্ণ স্থানগুলো বন্ধ ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘পরবর্তী নোটিস না দেওয়ার আগ পর্যন্ত মধ্যরাত থেকে যেসব স্থানে মানুষ জড়ো হয় এবং দেশের জীবনের জন্য প্রয়োজনীয় নয় সেগুলো বন্ধ ঘোষণা করছি। এর মধ্যে ক্যাফে, রেঁস্তোরা, সিনেমা ও ডিসকো রয়েছে।’

শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জেরম স্যালোমন জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ৫০০তে পৌঁছেছে। শনিবার ভাইরাসে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ৯১ এ পৌঁছেছে।

তিনি জানান, ফ্রান্স পরিচ্ছন্নতার সর্বোচ্চ সতর্কমাত্রা তিন ঘোষণা করেছে। এর অর্থ হচ্ছে ফ্রান্সজুড়ে এখন ভাইরাস ছড়িয়ে পড়ছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়