ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় ফরাসি চিকিৎসকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ফরাসি চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান।

তিনি বলেন, এখন পর্যন্ত আমি যতটুকু জেনেছি, কোভিড-১৯ রোগে দেশে এটিই প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু।

তবে মারা যাওয়া ওই চিকিৎসকের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

করোনাভাইরাস প্রতিরোধে ফ্রান্সে চিকিৎসাকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।  শেষ খবর পর্যন্ত ফ্রান্সে ভাইরাসটিতে ১২ হাজার চারশ ৭৫ জন আক্রান্ত হয়েছেন।  মারা গেছেন সাড়ে চারশ মানুষ।

বিশ্বের ১৮৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগে ১৩ হাজার ছয়শ ৭১ জনের মৃত্যু হয়েছে।  আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৮ হাজার মানুষ।  আর সুস্থ হয়েছেন ৯৬ হাজারের বেশি মানুষ।


ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়