ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় কলকাতায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৮, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় কলকাতায় প্রথম মৃত্যু

করোনাভাইরাসে কলকাতায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হলো। আর ভারতে সে সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ালো।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

মারা যাওয়া ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার দমদমের বাসিন্দা ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাকে ভেন্টিলেটর  সাপোর্টে নেওয়া হয়।

তবে তার বিদেশ সফরের কোনো তথ্য নেই।

মারা যাওয়া ব্যক্তির বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতালের এক চিকিৎসক বলেন, ওই ব্যক্তির চিকিৎসায় আমাদের কোনো ত্রুটি ছিলো না। বিকেলে তিনি মারা গেছেন।  তার পরিবারের সদস্যদের এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৪২৪ জন। এর মধ্যে পশ্চিমবঙ্গে আক্রান্ত আছেন সাতজন।


ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়