ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিলে করোনা আতঙ্কে দায়ী সংবাদমাধ্যম!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫২, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিলে করোনা আতঙ্কে দায়ী সংবাদমাধ্যম!

করোনাভাইরাসের থাবায় কাঁপছে গোটা বিশ্ব। ভয়, আতঙ্ক আর উদ্বেগে দিন কাটছে মানুষের। এই ভাইরাসে এতটা আতঙ্ক তৈরির জন্য সংবাদমাধ্যমকে দায়ী করলেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ব্রাজিলের সরকার ও মেয়ররা সামাজিক দূরত্ব ও স্বেচ্ছা কোয়ারেন্টাইনের মতো সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে জানালেনন বোলসোনারো।

কিন্তু দোকানপাট বন্ধ কিংবা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়াটা বাড়াবাড়ি মনে করছেন দেশটির প্রেসিডেন্ট, ‘সারা বিশ্বে আমরা কী দেখছি, সবচেয়ে ঝুঁকিতে আছে ৬০ বছরের বেশি বয়সীরা। তাহলে কেন স্কুল বন্ধ করতে হবে? সংক্রমিত হলেও আমাদের ৯০ শতাংশেরই কোনো উপসর্গ দেখা দেবে না।’

দ্রুতই এই সঙ্কটজনক পরিস্থিতির শেষ দেখছেন বোলসোনারো, ‘ভাইরাসে আমরা সংক্রমিত হচ্ছি, কিন্তু দ্রুতই এটি (করোনাভাইরাস) চলে যাবে। আমাদের জীবন চালাতে হবে। চাকরি আর কাজকর্ম স্বাভাবিকভাবে করে যাওয়া উচিত।’ তিনি আরও বলেছেন, ‘সংবাদমাধ্যমগুলো ভয় ধরাচ্ছে। দেশের মধ্যে আতঙ্ক তৈরি করছে তারা।’

ভাইরাস নিয়ে নিজে আতঙ্কিত নন বোলসোনারো, ‘ভাইরাসে সংক্রমণ হওয়া নিয়ে আমি একটুও দুশ্চিন্তা করছি না, কারণ আমি একসময় অ্যাথলেট ছিলাম। খুব খারাপ কিছু হলেও আমার হয়তো একটু ঠাণ্ডা লাগবে কিংবা ফ্লুর মতো অসুখ হবে।’

মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে ২ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪৬ জনের।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়