ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাদে বোকো হারামের হামলায় ৯২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাদে বোকো হারামের হামলায় ৯২ সেনা নিহত

চাদে বোকো হারামের হামলায় ৯২ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৭ জন। মঙ্গলবার রাতে দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবি এ তথ্য জানিয়েছেন।

সোমবার দেশটির পশ্চিমে লেক চাদ এলাকার দ্বীপ গ্রাম বোমাতে সেনাদের ওপর এই হামলা চালানো হয়। এই এলাকাটিতে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে চাদ, নাইজেরিয়া ও নাইজারের সেনাবাহিনী গত কয়েক বছর ধরে লড়াই করছে।

মঙ্গলবার হামলার শিকার এলাকাটি পরিদর্শনকালে দেবি বলেন, ‘আমি অনেক অভিযানে অংশ নিয়েছিলাম। তবে ইতিহাসে আমরা কখনও একসঙ্গে এতো মানুষ হারাইনি।’

২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে বোকো হারাম। সন্ত্রাসী গোষ্ঠীটির হামলায় এ পর্যন্ত ৩০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ মানুষ। আল-কায়েদার অনুগত এই দলটি মালি, বুরকিনা ফাসো ও পশ্চিম নাইজারে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের হামলায় গত ছয় মাসে কয়েক শতাধিক সেনা নিহত হয়েছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়