ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানের শিখ মন্দিরে বন্দুকধারীর হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৮, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানের শিখ মন্দিরে বন্দুকধারীর হামলায় নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলের শোরবাজার এলাকায় একটি শিখ মন্দিরে বন্দুক হামলায় চারজনের প্রাণহানি হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে কয়েকজন বন্দুকধারী মন্দিরে ঢুকে নির্বিচারে গুলি চালায়।

মন্দিরটিতে এখনো আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ চলছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মন্দিরের ভেতরে ১৫০ জন আটকা আছে বলে জানা গেছে। এ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটস।

প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় বোমা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। আফগান নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান এএফপিকে বলেন, ‘অনেকে মন্দিরের ভেতর আটকা পড়েছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে (নিরাপত্তা বাহিনী)।

বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিতে দেখা গেছে। দুই বছর আগে শিখ সম্প্রদায়ের ওপর বন্দুকধারীর হামলায় ১৯ জন নিহত হন।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়