ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিয়ানামারে করোনায় আক্রান্ত ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানামারে করোনায় আক্রান্ত ৩ জন

মিয়ানমারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন জনে পৌঁছেছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার রাতে দুই করোনা আক্রান্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

আক্রান্ত তৃতীয় ব্যক্তি শনিবার যুক্তরাজ্য থেকে মিয়ানমারে ফিরেছিলেন। তিনি থাইল্যান্ডের সুবর্নভূমি বিমানবন্দর হয়ে ইয়াঙ্গুনের ইনেসেইন শহরে প্রবেশ করেছিলেন। করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পাওয়ার পর তাকে ইনসেইন হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। মঙ্গলবার তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় আইনপ্রণেতা ইউ ওয়েই ফিও হান জানান, আক্রান্ত ওই ব্যক্তির ছোট তার সেবা করেছিল। তাকে বুধবার আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্ত ওই ব্যক্তির পরিবারের সাত সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়