ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনাভাইরাস : ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২০, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস : ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স

মহামারি করোনাভাইরাসের নাকাল ফ্রান্স। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনাভাইরাসের এমন সংকটকালিন দেশটির স্বসস্ত্র বাহিনী মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরাক থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার। এবং সেটা আজ বৃহস্পতিবার থেকেই শুরু হবে। বুধবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছে ফ্রান্সের স্বসস্ত্র বাহিনী মন্ত্রণালয়।

ইরাক থেকে প্রাথমিকভাবে তারা ১০০ সৈন্য দেশে ফিরিয়ে নিবে। যারা বর্তমানে ইরাকি সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণে আছে। সৈন্য ফিরিয়ে নিলেও আইএস এর বিরুদ্ধে তাদের যে লড়াই সেটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ফ্রান্সের সেনাবাহিনী ইরাক সরকারকে তাদের সাহায্য-সহযোগিতা করে যাবে। বিশেষ করে সিরিয়ান ক্যানেল ও যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে।

ফ্রান্সে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৩৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯২৯ জন। মারা গেছে ১ হাজার ৩৩১ জন। সেরে উঠেছে ৩ হাজার ৯০০ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়