ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডাক্তার করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে সব দর্শনার্থী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২১, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাক্তার করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে সব দর্শনার্থী

উত্তর-পূর্ব দিল্লির মহল্লা ক্লিনিকের একজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে ১২ থেকে ১৮ মার্চের মধ্যে তার কাছে চিকিৎসা নিতে আসা সব রোগী ও দর্শনার্থীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রাথমিক স্বাস্থসেবা দেওয়ার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থকেন্দ্র হিসেবে দিল্লি সরকার মহল্লা ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। এখানে সাধারণত নিম্নবিত্তরা চিকিৎসা সেবার জন্য আসে। সমাজের এই শ্রেণির মধ্যে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে সে জন্য দিল্লি সরকার বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে। কারণ, নিম্নবিত্ত শ্রেণিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সেটা ভয়াবহ রূপ নিতে পারে।

বুধবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন দিল্লিতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাতে এই প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।

১৩৮ কোটি জনসংখ্যার দেশ ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫৭ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১২১ জন। মারা গেছেন ১২ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়