ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ভিয়েতনাম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে প্রবাসীদের ফেরার ঢল নামার পর প্রায় ৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে ভিয়েতনাম।\

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে অন্যতম দরিদ্র দেশ হলেও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভিয়েতনাম। এ কারণে আঞ্চলিক প্রতিবেশীদের তুলনায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক কম।

বৃহস্পতিবার পর্যন্ত সামরিক বাহিনী পরিচালিত কেন্দ্রগুলোতে ৪৪ হাজার ৯৫৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে সোমবারের তুলনায় এই সংখ্যা ১৫ শতাংশ কম। মার্চের প্রথম সপ্তাহেই অনেককে কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

হ্যানয়ের নই বাই বিমানবন্দরের এক চিকিৎসা কর্মকর্তা বলেন, ‘সব যাত্রীকে দ্রুত স্ক্রিনিংয়ের আওতায় নেওয়া হয়েছে। যাদের  মধ্যে লক্ষণ পাওয়া গেছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যদের কোয়ারেন্টাইন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে একই ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে ১০ থেকে ২০ জনকে একটি কক্ষে রাখা হচ্ছে।’

ভিয়েতনামে এ পর্যন্ত ১৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে দেশটিতে কোনো আক্রান্তের মৃত্যুর রেকর্ড নেই।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়