ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন মাইকেল জ্যাকসন!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন মাইকেল জ্যাকসন!

প্রয়াত পপ কিং মাইকেল জ্যাকসন করোনাভাইরাসের মতো বৈশ্বিক মহামারির ব্যাপারে নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন। এ কারণে তিনি সমালোচনা সত্ত্বেও মুখে মাস্ক ব্যবহার করতেন। জ্যাকসনের সাবেক দেহরক্ষী ম্যাট ফিডেস এ দাবি করেছেন।

মাইকেল জ্যাকসনের দেহরক্ষী হিসেবে এক দশক কাজ করেছেন ম্যাট ফিডেস ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে দ্যা সানকে তিনি বলেন, ‘তিনি (মাইকেল জ্যাকসন)  জানতেন যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। তিনি অত্যন্ত সচেতন ছিলেন এবং সবসময় ভবিষ্যদ্বাণী করতেন যে আমরা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারি। একটি জীবাণু ছড়িয়ে পড়তে পারে।’

ম্যাট বলেন, ‘তাই তিনি (জ্যাকসন) কখনও একই দিনে চার দেশে যেতেন এবং সবসময় লোকজনের সঙ্গে উড়োজাহাজে থাকতেন।’

সাবেক এই দেহরক্ষী জানান, তিনি মাইকেল জ্যাকসনকে রসিকতা করে মাস্ক না পরার জন্য বলেছিলেন। কারণ মাস্ক পরলে তার সঙ্গে ছবি তুলতে অস্বস্তি হয়।

এর জবাবে জ্যাকসন বলেছিলেন, ‘আমি অসুস্থ হতে পারি না, আমার ভক্তদের হারাতে পারি না। আমাকে কনসার্টে যেতে হয়। আমি পৃথিবীতে আছি একটি কারণে। আমার কণ্ঠ আমি নষ্ট হতে দিতে পারি না। আমাকে সুস্থ থাকতে হবে। আমি জানি না কার সঙ্গে আমি আজ মুখোমুখি হব। আমি জানি না আমি কিসের পাশ দিয়ে যাব।’

জ্যাকসনের সেই মন্তব্যের দিকে ইঙ্গিত করে ম্যাট বলেন, ‘আমি জানি তিনি লোকজনকে কী বলতে চেয়েছিলেন। এটাই (করোনাভাইরাস) সেটা।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়