ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০০ 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০০ 

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে প্রায় সাতশ' করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণের শিকার ৬৯৪ জন। আক্রান্তদের মধ্যে ৪৭ জন বিদেশি নাগরিকও রয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ তে।

সারা ভারতে ২১ দিনের 'লক ডাউন' ঘোষণার দ্বিতীয় দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারামন লাখ ৭০ হাজার কোটি রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। দেশের দরিদ্র মানুষের জন্যে এই সময় নগদ ও খাদ্যে ভর্তুকি দেবে মোদি সরকার।

ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩১ হাজার ৭৬৪ জনে পৌঁছেছে। এদের মধ্যে মারা গেছেন ২৪ হাজার ৭১ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৩২ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়