ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

হন্ডুরাস ও কেনিয়ায় প্রথম মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হন্ডুরাস ও কেনিয়ায় প্রথম মৃত্যু

মহামারি করোনাভাইরাস বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে আমেরিকা সবখানেই অপ্রতিরোধ্য এই ভাইরাস মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে সেন্ট্রাল আমেরিকা ও আফ্রিকার দেশ হন্ডুরাস ও কেনিয়াতেও। দেশ দুটিতে বৃহস্পতিবার প্রথম মৃত্যু নথিভুক্ত করা হয়েছে।

হন্ডুরাসে ইতিমধ্যে ৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার প্রথম প্রাণহানি ঘটে সেখানে। বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম (এনআরএমএস)।

এদিকে আফ্রিকার দেশ কেনিয়াতেও আজ এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজন প্রাণ হারিয়েছেন। যা দেশটিতে প্রথম মৃত্যু। বিষয়টি নিশ্চিত করেছেন কেনিয়া সরকারের মুখপাত্র সাইরাস ওগুনা। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১ ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে (২৩৫৮৮ জন)। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৮৯৯ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ২৩ হাজার ২৯৬ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়