ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২৪ ঘণ্টায় ফ্রান্সে সর্বোচ্চ ৩৬৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় ফ্রান্সে সর্বোচ্চ ৩৬৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে নাকাল ফ্রান্স। দেশটিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ইতিমধ্যে ছাড়িয়ে গেছে ২৯ হাজার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ এ। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ৩৬৫ জন। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যু। তার মধ্যে ১৬ বছর বয়সী একজন কিশোরীও রয়েছেন।

তবে ধারনা করা হচ্ছে দেশটিতে মৃতের সংখ্যা আরো বেশি হবে। কারণ, যারা বাসার মধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি। পাশাপাশি আক্রান্তের সংখ্যা আনুষ্ঠানিকভাবে ২৯ হাজারের কথা বলা হলেও প্রকৃত চিত্র আরো ভয়ঙ্কর। ফ্রান্স যারা ঝুঁকিপূর্ণ কেবল তাদেরেই পরীক্ষা করছে। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণদের আস্তে-ধীরে পরীক্ষা করা হচ্ছে। তবে তাদের সঙ্গনিরোধ করে রাখা হয়েছে।

২৯ হাজার ১৫৫ জনের মধ্যে বর্তমানে নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ৩ হাজার ৩৭৫ জন। তাদের মধ্যে ৩৪ শতাংশে বয়স ৬০ এর নিচে।

করোনা মোকাবেলায় ইরাক থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ফ্রান্স।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়