ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা আক্রান্তদের যেভাবে চিকিৎসা করছে দক্ষিণ কোরিয়া (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আক্রান্তদের যেভাবে চিকিৎসা করছে দক্ষিণ কোরিয়া (ভিডিও)

এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানের পর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এ পর্যন্ত ৯ হাজার ৩৩২ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৩৯ জন। অন্য দেশের তুলনায় দক্ষিণ কোরিয়ায় ভাইরাসে  মৃত্যুর হার কম।

এই কমের পেছনে রয়েছে দক্ষিণ কোরিয়ার চিকিৎসা ব্যবস্থা।

করোনা আক্রান্ত রোগীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঘুম, ওষুধ ও স্যালাইন।  কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে ভেন্টিলেশন। এই ভেন্টিলেটর ফুসফুসে অতি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। এ কারণে গুরুতর আক্রান্তদের রাখা হয় আইসিইউতে। আর এসব রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের সুরক্ষার বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ।

দক্ষিণ কোরিয়ার আইসিইউগুলোতে কীভাবে নার্সরা চিকিৎসা দিচ্ছেন জানতে বিবিসির এক প্রতিবেদক গিয়েছিলেন রাজধানী সিউলের ন্যাশনাল মেডিকেল সেন্টারে। কথা না বাড়িয়ে চলুন দেখি সেই ভিডিও।




ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়