ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনাভাইরাস ছড়িয়ে দিতে চাওয়ায় গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনাভাইরাস ছড়িয়ে দিতে চাওয়ায় গ্রেপ্তার ১

প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে গেপ্তার হয়েছেন মুজিব মোহাম্মেদ (২৫) নামে একজন।

শনিবার (২৮ মার্চ) এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে,ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর। তিনি বহুজাতিক আইটি কোম্পানি ইনফোসিসের এক কর্মকর্তা।

মুজিব মোহাম্মেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, আসুন হাতে হাত মেলাই, বাইরে যাই এবং জনসম্মুখে হাঁচি দেই আর করোনা ছড়াই।

এদিকে এমন কাণ্ডের পর মুজিব মোহাম্মেদকে বরখাস্ত করেছে ইনফোসিস।

পুলিশ কর্মকর্তা সন্দিপ পাতিল বলেন, জনসম্মুখে হাঁচি দেয়ার আহ্বান এবং করোনা ভাইরাস ছড়িয়ে দিতে বলায় মুজিব মোহাম্মেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।

এদিকে এক টুইট বার্তায় ইনফোসিসের পক্ষ থেকে বলা হয়, এক কর্মীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট নিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০০ জন। মারা গেছেন ১৯ জন ।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়