ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় মানুষের মৃত্যু কোনো বিষয় না!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মানুষের মৃত্যু কোনো বিষয় না!

পুঁজিবাদি সমাজব্যবস্থায় মানুষের জীবনের চেয়ে পুঁজি ও মুনাফার গুরুত্ব অনেক বেশি। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোনার কারণে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। তাই তিনি দ্রুত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে চান।

এবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো বললেন, মানুষের মৃত্যুর কারণে গাড়ি কারখানা বন্ধ রাখা যায় না।

চরম ডানপন্থি এই নেতা শুক্রবার রাতে বলেছেন, ‘আমি দুঃখিত, কিছু মানুষ মারা যাবে। তারা মরবে, এটাই জীবন। মানুষের মৃত্যুর কারণে আপনি গাড়ির কারখানা বন্ধ করে দিতে পারেন না।’

ব্রাজিলে এ পর্যন্ত এক হাজার ২৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৬৮ জন। আক্রান্ত ও  মৃত দুটির সংখ্যাই বেশি সাও পালো রাজ্যে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, দেশের ২৬ জন গভর্নর তাদের এলাকায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম ও সরকারি সেবা বন্ধ করে দিয়েছেন। তবে প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। তার ভাষ্য এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাও পালোতে করোনায় মৃত্যুর ব্যাপারে বোলসোনারোর দাবি, রাজনৈতিক উদ্দেশে এই রাজ্যের গভর্নর সংখ্যা বাড়িয়ে বলছেন। করোনায় মৃত্যুর হার বিচারে এই সংখ্যা ‘অনেক বেশি’।

তিনি বলেন, ‘সেখানে কী ঘটছে আমাদের তা দেখা প্রয়োজন। রাজনৈতিক স্বার্থে এটি সংখ্যার খেলা হতে পারে না।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়