ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জাতিসংঘের ৮৬ সদস্য করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতিসংঘের ৮৬ সদস্য করোনায় আক্রান্ত

বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৮৬ সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

এ বিষয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন জুজারিচ বলেন, আক্রান্ত অধিকাংশ সদস্য ইউরোপের বিভিন্ন  দেশের। তবে এর বাইরে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রেও সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে কোথায় কতোজন সদস্য প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাদের অবস্থা কী, সে বিষয়ে স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি বিশ্ব জাতিগোষ্ঠীর শীর্ষ সংস্থাটি।

এদিকে গত ২৪ ঘণ্টায় স্পেনে আরও আট শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। যা ইউরোপের দেশটিতে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার সাতশর ঘরে নিয়ে যাচ্ছে।

অন্যদিকে করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ২৮ হাজার ২৩৮ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ।


ঢাকা/ জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়