ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

স্পেনের মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনের মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৩২ জন মারা গেছে। দেশটিতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয় জানিয়েছে,দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৬৯০ এ দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৫২৯ জন বেড়ে ৭২ হাজার ২৪৮ এ দাঁড়িয়েছে।

এর আগে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৭৬৯ জন মারা গেছে। শনিবারের আগে এটি ছিল মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড।

এদিকে, সরকারি এক প্রজ্ঞাপনে  জানানো হয়েছে, মৃতের সংখ্যা বাড়তে থাকায় মৃতদেহ সৎকারে হিমশিম খেতে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদানকারী প্রতিষ্ঠানগুলোকে। এ কারণে মৃতদেহ সৎকারের দায়িত্ব দেশটির সেনাবাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়