ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে করোনায় মৃত্যু হাজার ছাড়ালো

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ  তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ সরবরাহ করা তথ্যে দেখা গেছে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে ২৬০ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এক দিনে মৃত্যুর এটি সর্বোচ্চ সংখ্যা। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ১৯ জনে পৌঁছেছে। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৯ এ দাঁড়িয়েছে।

মৃতদের মধ্যে ২৪৬ জনই ইংল্যান্ডের। এদের বয়স ৩৩ থেকে ১০০ বছরের মধ্যে। স্কটল্যান্ডে এ পর্যন্ত মারা গেছে ৪০ জন। এছাড়া ওয়ালসে ৩৮ জন এবং নর্দান আয়ারল্যান্ডে মারা গেছে ১৫ জন।

এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, করোনা চিকিৎসায় নিয়োজিত কর্মীদের মধ্যে যাদের আক্রান্তের লক্ষণ দেখা গেছে তাদের দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে ওয়ালস, স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের পরীক্ষা করা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়