ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসরায়লে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ২৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসরায়লে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলেও। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশ সময় শনিবার রাত পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৯ এ।

দেশটির স্বাস্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে শনিবার একদিনেই সেখানে আক্রান্ত হয়েছে ১৫৯ জন। এ পর্যন্ত মারা গেছে ১২ জন। শনিবারই মারা গেছে ৪ জন। ৫৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ ইসরাইলে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়। ২১ মার্চ এক মাসের ব্যবধানে সেটা বেড়ে হয় ৮৪৬। ২১ মার্চ থেকে ২৮ মার্চের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১৯ এ!

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যে ইসরায়েল সবগুলো স্কুল, কলেজ বন্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ করেছে সব ধরনের সভা (উন্মুক্ত কিংবা মিলনায়তনে)। নিয়ম না মানায় ইতিমধ্যে ১০ জনকে নিষিদ্ধও করা হয়েছে।

বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলের ৬ লাখ ৬০ হাজার ৪৬৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩০ হাজার ৬৮৬ জন। সেরে উঠেছেন ১ লাখ ৪১ হাজার ৪৬৪ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়