ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এক ব্যক্তির জন্য কোয়ারেন্টাইনে ৪০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৯, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক ব্যক্তির জন্য কোয়ারেন্টাইনে ৪০ হাজার মানুষ

এক ব্যক্তির জন্য ২০ গ্রামের ৪০ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের এ ঘটনা বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, শিখ ধর্মপ্রচারক বলদেব সিং (৭০) সম্প্রতি করোনাভাইরাসে মারা গেছেন। মৃত্যুর পর প্রকাশ হয়েছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া, মৃত্যুর পর তার ১৯ জন আত্মীয়ের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

মৃত্যুর কিছুদিন আগে শিখদের একটি উৎসব উপলক্ষে এক জনসমাবেশে যোগ দিয়েছিলেন বলদেব সিং। ছয় দিনব্যাপী ঐ উৎসবে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।

পাঞ্জাবের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত আমরা ৫৫০ জনকে শনাক্ত করতে পেরেছি যারা সরাসরিভাবে তার সংস্পর্শে এসেছিলেন। এই সংখ্যা এখন বাড়ছে। ফলে তিনি যেখানে থাকতেন তার আশেপাশের গ্রামগুলো সিল করে দিয়েছি।’

এখন পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৮৭ । এর মধ্যে ৩০ জন রোগী পাঞ্জাবের। দেশটিতে এখন ২১ দিনব্যাপী লকডাউন চলছে।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়