ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্প্যানিশ ফ্লু থেকে বেঁচে যাওয়া নারীর করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্প্যানিশ ফ্লু থেকে বেঁচে যাওয়া নারীর করোনায় মৃত্যু

স্প্যানিশ ফ্লু থেকে বেঁচে যাওয়া ১০৮ বছর বয়সী নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

১৯১৮ সালে বিশ্বব্যাপী ছড়িয়েপড়া স্প্যানিশ ফ্লুতে ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়। এতে ৫ কোটি মানুষের মৃত্যু হয়। 

শনিবার যুক্তরাজ্যের সল্ডফোর্ডের একটি কেয়ার হোমে হিলদা চার্চিলের মৃত্যু হয়। পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। মাত্র আট দিন আগে তিনি ১০৯তম জন্মদিন উদযাপন করেন।

হিলদা চার্চিল যুক্তরাজ্যে করোনাভাইরাসে মৃতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী। তিনি জন্মগ্রহণ করেন ১৯১১ সালে। সেটা ছিল টাইটানিক ডুবে যাওয়ার এক পূর্বে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তিন বছর পূর্বে। তার জন্মের সাত বছর পর বিশ্বে স্প্যানিশ ফ্লু ছড়িয়ে পড়ে এবং হিলদার এক বোন এতে মারা যায়।

কয়েক দিন আগে শেষবার যখন হিলদার সঙ্গে তার নাতনি এর্টোনি চার্চিল দেখা করতে যান, তখন হিলদা তাকে জানান, স্প্যাানিশ ফ্লুতে হিলদার পরিবারের প্রায় সবাই আক্রান্ত হয়। হিলদা নিজে, তার বাবা, বোনসহ কয়েকজন। তার ১২ বছর বয়সী বোন ছাড়া সবাই সুস্থ হয়ে ওঠে। 

হিলদা চার সন্তানের জননী ছিলেন।  

 

ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়