ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সহযোগীর করোনায় শঙ্কায় নেতানিয়াহু!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহযোগীর করোনায় শঙ্কায় নেতানিয়াহু!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক সহযোগী করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার এক কর্মকর্তা এ খবর জানান। তাতে করে ৭০ বছর বয়সী সরকারপ্রধানও করোনার ঝুঁকিতে পড়লেন। গত ১৫ মার্চ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নেতানিয়াহুর করোনা পরীক্ষা করানো হয়েছিল, ফলাফল নেগেটিভ আসে।

নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেসেটের এক অধিবেশনে ওই ব্যক্তি ছিলেন।

এক কর্মকর্তা বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আক্রান্ত ব্যক্তিকে ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে যেতে হয় এবং তার সংস্পর্শে থাকা ব্যক্তিকেও পরীক্ষা করাতে হয়।

এপর্যন্ত ইসরায়েলে করোনা আক্রান্তের সংখ্যা ৪,২৪৭ এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় মৃতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে। সংক্রমণ রুখতে দেশে সম্ভাব্য লকডাউনের ঘোষণা দিতে সোমবার বৈঠক করার কথা নেতানিয়াহুর।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়